পরমাণু সমঝোতা ইস্যুতে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির বৈঠক
https://parstoday.ir/bn/news/world-i82703-পরমাণু_সমঝোতা_ইস্যুতে_অস্ট্রিয়ার_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_আরাকচির_বৈঠক
অস্ট্রিয়া সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সোমবার ভিয়েনায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০২০ ০৬:১৩ Asia/Dhaka
  • সোমবার ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আরাকচি
    সোমবার ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আরাকচি

অস্ট্রিয়া সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি সোমবার ভিয়েনায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার শালেনবার্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে এই দুই শীর্ষস্থানীয় কূটনীতিক পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতাসহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

বৈঠকে শালেবার্গ ইরানের সঙ্গে পরমাণু সমেঝাতায় স্বাক্ষরকারী দেশগুলোকে স্বতস্ফূর্তভাবে এ সমঝোতা বাস্তবায়নের আহ্বান জানান। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের আস্থার সংকট কাটিয়ে ওঠার কাজে তার দেশ চেষ্টা চালিয়ে যাবে।

সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে অংশ নিতে রোববার ভিয়েনায় পৌঁছান। আজ (মঙ্গলবার) আরো পরে পাঁচ জাতিগোষ্ঠীর উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কর্মকতারা এ বৈঠকে অংশ নেবেন। #

পার্সটুডে/এমএমআই/

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।