ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i82811-ভেনিজুয়েলার_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_বন্ধ_করুন_আমেরিকাকে_চীন
ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ভেনিয়জুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজার সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২০ ০৭:১৫ Asia/Dhaka
  • চীন ও ভেনিজুয়েরার দুই পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ছবি)
    চীন ও ভেনিজুয়েরার দুই পররাষ্ট্রমন্ত্রী (ফাইল ছবি)

ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার ভেনিয়জুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ অ্যারিজার সঙ্গে এক টেলিফোনালাপে ওই আহ্বান জানান।

ওয়াং ই ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভেনিজুয়েলার সরকার ও বিরোধী পক্ষ সংলাপের মাধ্যমে তাদের চলমান সমস্যার সমাধান করতে পারবে বলে বেইজিং আশা করছে। কাজেই এক্ষেত্রে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই।

মার্কিন সরকার প্রকাশ্যে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়েছে বলে উল্লেখ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যখন ভেনিজুয়েলার সরকার ও জনগণ প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে তখন দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নিজের মানবিকতাবিরোধী চরিত্রকে উন্মোচন করেছে ওয়াশিংটন।       

ওয়াং ই তার ভেনিজুয়েলার সমকক্ষকে বলেন, চীন ভেনিজুয়েলার পাশে শক্তভাবে দাঁড়িয়েছে এবং সেদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি বেইজিং এর পূর্ণ সমর্থন রয়েছে। টেলিফোনালাপে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী তার দেশের পাশে থাকার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।# 

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।