আলোচনায় বসুন নাহলে বেদনাদায়ক পরিণতি: গ্রিসকে এরদোগান
(last modified Sun, 06 Sep 2020 13:47:58 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ১৯:৪৭ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গ্রিসকে সতর্ক করে বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরের বির্তকিত এলাকা নিয়ে আংকারার সঙ্গে আলোচনায় বসুন অন্যথায় বেদনাদায়ক পরিণতি ভোগ করতে হবে।

ইস্তাম্বুলে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোগান একথা বলেন। তিনি বলেন, “গ্রিসকে হয় রাজনীতি ও কূটনীতির ভাষা বুঝতে হবে আর না হয় বেদনাদায়ক অভিজ্ঞতা নিতে হবে।” তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে তুরস্ক তার ভৌগোলিক অধিকার রক্ষা করবে।

Image Caption

এরদোগান বলেন, “তুরস্ক ও তুর্কি জনগণ হিসেবে আমরা সব ধরনের সম্ভাবনা এবং পরিণতির জন্য প্রস্তুত আছি।”

তুরস্ক ও গ্রিস -দুটিই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সদস্য দেশ। দীর্ঘদিন ধরে তারা ভূমধ্যসাগরের পানিসীমা ও খনিজসম্পদ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদার করেছে তুরস্ক। তাতে প্রতিবাদ করছে গ্রিস। এ ঘটনায় গ্রিসের পক্ষ নিয়েছে ইউরোপের প্রভাবশালী দেশ ফ্রান্স। তাতে উত্তেজনা আরো বেড়েছে।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ