হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করল ফিলিপাইন
https://parstoday.ir/bn/news/world-i83046-হত্যাকাণ্ডে_অভিযুক্ত_মার্কিন_সেনাকে_বহিষ্কার_করল_ফিলিপাইন
ফিলিপাইনের একজন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করেছে ম্যানিলা সরকার। ছয় বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০২০ ২০:২৩ Asia/Dhaka
  • ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবারটোন
    ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবারটোন

ফিলিপাইনের একজন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করেছে ম্যানিলা সরকার। ছয় বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।  

২৫ বছর বয়সী মার্কিন মেরিন সেনা ল্যান্স কর্পোরাল জোসেফ স্কট পেমবারটোন ২০১৪ সালে ফিলিপিনো নারী জেনিফার লডকে হত্যা করেন এবং তিনি সম্প্রতি ফিলিপাইনের আদালতে দোষী প্রমাণিত হন। কিন্তু প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তাকে নিঃশর্ত ক্ষমা করে দেন।

২০১৪ সালে হত্যাকাণ্ডের পর মার্কিন সেনাকে সামরিক ক্যাম্পের ভেতরে একটি বিশেষ ডিটেনশন সেন্টারে রাখা হয়। মার্কিন এই সেনাকে ক্ষমা করে দেয়ার পর দুতের্তের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিরোধী রাজনৈতিক নেতারা ও মানবাধিকার কর্মীরা দুতের্তের পদক্ষেপকে বিচারের প্রতি মস্করা বলে মন্তব্য করেছেন।

এদিকে, অভিযুক্ত সেনাকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয় এবং সেখান থেকে তাকে একটি মার্কিন সামরিক বিমানে করে দেশে ফেরত নিয়ে যায় মার্কিন সশস্ত্র বাহিনী। তার সঙ্গে রয়েছেন ফিলিপাইনে নিযুক্ত মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা।#

পার্সটুডে/এসআইবি/১৩