হারলে 'সদয়ভাবে' ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প: সাবেক নিরাপত্তা উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/world-i84023
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে সদয় হয়ে ক্ষমতা ছাড়বেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একথা বলেছেন আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২০, ২০২০ ১৯:৪১ Asia/Dhaka
  • ট্রাম্প ও বোল্টন
    ট্রাম্প ও বোল্টন

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেলে সদয় হয়ে ক্ষমতা ছাড়বেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একথা বলেছেন আমেরিকার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

গতকাল (সোমবার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে জন বোল্টন একথা বলেন। একসময় বোল্টন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বরখাস্ত করেন। এরপর থেকে তিনি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

গতকালের সাক্ষাতকারে বোল্টন আরো বলেছেন, “ট্রাম্প দাবি করছেন যে, নির্বাচনে কারচুপি না হলে তিনি হারতে পারেন না- তার এই বক্তব্য জটিলতার ইঙ্গিত বহন করে। আমি মনে করি যদি সৎ ও স্বচ্ছ নির্বাচন হয় তাহলে অবশ্যই ট্রাম্প হারতে পারেন।”

সাক্ষাৎকারের জন বোল্টন দ্বিতীয় দফা সতর্কবাণী উচ্চারণ করে বলেন, “এটা পরিষ্কার, ট্রাম্প যদি হেরে যান তাহলে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেবেন না। তিনি দেশকে কতটা চরম পর্যায়ে নেবেন আমি মনে করি আমরা তা জানি না।”

নির্বাচনের আগে এ পর্যন্ত যত জরিপ পরিচালিত হয়েছে তার প্রত্যেকটিতে দেখা যাচ্ছে জো বাইডেনের চেয়ে অনেক পেছনে পড়ে রয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।#

পার্সটুডে/এমএসআই/২০