আফগানিস্তানে আল-কায়েদার শীর্ষ নেতা নিহত
(last modified Sun, 25 Oct 2020 12:07:52 GMT )
অক্টোবর ২৫, ২০২০ ১৮:০৭ Asia/Dhaka
  • আবু মুহসিন আল-মাসরি
    আবু মুহসিন আল-মাসরি

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় গজনি প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন। আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে আবু মুহসিন আল-মাসরি নামে ওই কমান্ডার নিহত হন।

গতকাল (শনিবার) এক টুইটার পোস্টে আফগান গোয়েন্দা বাহিনী নিশ্চিত করেছে যে, স্পেশাল ফোর্সের সাম্প্রতিক এক অভিযানে আবু মুহসনি আল-মাসরি নিহত হয়েছেন।

আফগানিস্তানের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস জানিয়েছে, আল-কায়েদার এ নেতা ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় শীর্ষ কমান্ডার ছিলেন। তবে এনডিএস বিস্তারিত আর কিছু বলে নি।

২০১৮ সাল থেকে মার্কিন বিচার মন্ত্রণালয়ের তালিকায় মুহসিন আল-মাসরি মোস্ট ওয়ান্টেড ব্যক্তি হিসেবে ছিলেন। গতকাল মার্কিন সন্ত্রাস-বিরোধী জাতীয় কেন্দ্রের পরিচালক ক্রিস মিলারও আল-মাসরির মৃত্যুর কথা নিশ্চিত করেন। মার্কিন এ কর্মকর্তা দাবি করেন, তার মৃত্যুর কারণে আল-কায়েদার কার্যক্ষমতা কমে আসবে। তবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয় নি।#

পার্সটুডে/এসআইবি/২৫

ট্যাগ