আজভ সাগরে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ; নিখোঁজ ৩
(last modified Sun, 25 Oct 2020 14:04:09 GMT )
অক্টোবর ২৫, ২০২০ ২০:০৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

আজভ সাগরের কার্চ প্রণালীর কাছে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। গতকাল (শনিবার) রাশিয়ার এ তেল ট্যাংকারটি রোস্তভ-অন-ডন বন্দরের দিকে যাচ্ছিল। রুশ ফেডারেল মেরিটাইম এজেন্সি এ তথ্য জানিয়েছে।

জেনারেল হাজি আসলানভ নামের এ ট্যাংকারে তেল বহন করা হচ্ছিল না, বরং জাহাজে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার দুর্যোগ মন্ত্রণালয় আজ জানিয়েছে, নিখোঁজ তিন ব্যক্তিকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ৪০০ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চালানো হয়েছে।

তেল ট্যাংকারে ১৩ জন আরোহী ছিলেন যার মধ্যে ছয়জনকে উদ্ধার করা হয়েছে এবং তিনজন নিখোঁজ। বাকি চারজন জাহাজের ডেকেই অবস্থান করছিলেন।#

পার্সটুডে/এসআইবি/২৫