ফ্রান্সে ইসলাম অবমাননা: বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড়: ফরাসি পণ্য বর্জনের ডাক
(last modified Sun, 01 Nov 2020 12:05:50 GMT )
নভেম্বর ০১, ২০২০ ১৮:০৫ Asia/Dhaka
  • ফ্রান্সে ইসলাম অবমাননা: বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড়: ফরাসি পণ্য বর্জনের ডাক

ফ্রান্সের শার্লি এবদো ম্যাগাজিন বিশ্বনবী হযরত মোহাম্মদ(সা.)কে নিয়ে অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রকাশ করার পর এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ওই পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে।

অবশ্য পাশ্চাত্যে ইসলাম অবমাননা বিশেষ করে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করার ঘটনা নতুন কিছু নয়। প্রায় ৩০ বছর আগে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি ইসলাম অবমাননাকর 'স্যাটানিক ভার্সেস' গ্রন্থ রচনা করে কুখ্যাতি অর্জন করেছিল। তার ওই বইয়ের বিরুদ্ধে সে সময় বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। হল্যান্ডের ফিল্ম নির্মাতা থিওডোর ওয়ানগুগও তার চলচ্চিত্রে ইসলামকে নারী নির্যাতনের মূল কারণ হিসেবে উল্লেখ করেছিলেন।

২০০৫ সালে ডেনমার্কের একটি সাময়িকী প্রথমবার উস্কানিমূলকভাবে বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। ওই ঘটনার এক বছর পর হল্যান্ডের এই ফিল্ম নির্মাতাও একই পদক্ষেপ নিয়েছিল। এরপর ২০১৫ সালে শার্লি এবদো ম্যাগাজিন বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হানে। এরপর চলতি বছর ফের তারা একই পদক্ষেপ নেয় এবং ফরাসি প্রেসিডেন্ট  ইমানুয়েল ম্যাকরনও বাকস্বাধীনতার দোহাই দিয়ে বিশ্বনবীকে অবমাননার ওই পদক্ষেপের প্রতি সমর্থন ঘোষণা করে বলেন এ প্রক্রিয়া চলতেই থাকবে।

পর্যবেক্ষকরা বলছেন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরনের দৃষ্টিতে ইসলামের বিরুদ্ধে কথা বললে সেটা বাকস্বাধীনতা লঙ্ঘন নয়। আসলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম বিরোধী প্রচার চালিয়ে বিশ্বব্যাপী ইসলামের বিস্তার ঠেকানো। ফ্রান্সের মোট জনসংখ্যার ১০ শতাংশ হচ্ছে মুসলিম জনগোষ্ঠী এবং সেদেশে ইসলামের প্রতি সাধারণ মানুষের ঝোকপ্রবণতা দিন দিন বাড়ছে। এ অবস্থায় শার্লি এবদো ম্যাগাজিনের ইসলাম বিরোধী প্রচার এবং এর প্রতি প্রেসিডেন্ট ম্যাকরনের সমর্থন  ঘোষণার উদ্দেশ্য হচ্ছে ফ্রান্স জুড়ে ইসলামভীতি ছড়ানো যাতে কেউ এ ধর্ম গ্রহণ না করে। এ থেকে পাশ্চাত্যে ইসলামের বিস্তার রোধে তাদের ব্যর্থতার দিকটাই ফুটে উঠেছে।

ধারণা করা হচ্ছে, ইসলাম অবমাননার প্রতি শীর্ষ পর্যায়ের ব্যক্তির সমর্থন দেয়ার মাধ্যমে ইসলাম অবমাননার বিষয়টিকে সাধারণ বিষয়ে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

তবে এর বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। প্রায় প্রতিদিনই মুসলিম দেশগুলোতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং ফরাসি পণ্য বর্জনের হিড়িক পড়ে গেছে। 'বিশ্বনবী আমাদের রেড লাইন' 'ম্যাকরন বিশ্বনবীকে অবমাননা করেছে' 'ফরাসি পণ্য বর্জন কর' প্রভৃতি শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে বিভিন্ন দেশের রাজপথ।

আবার কোনো কোনো দেশের জনগণ সেদেশ থেকে ফরাসি রাষ্ট্রদূত বহিষ্কার এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে। এমনকি অনলাইনে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনেও এ বিষয়টি উত্থাপন করা হয়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতাও মুসলমানদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।  #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১