প্রতিনিধি পরিষদে একক আধিপত্যের দিকে ডেমোক্র্যাটরা সিনেট অনিশ্চিত
https://parstoday.ir/bn/news/world-i84404-প্রতিনিধি_পরিষদে_একক_আধিপত্যের_দিকে_ডেমোক্র্যাটরা_সিনেট_অনিশ্চিত
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাঁদের একক আধিপত্য নিয়ে বিজয়ের পথে রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৫, ২০২০ ০৬:৩৬ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদ
    মার্কিন প্রতিনিধি পরিষদ

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাঁদের একক আধিপত্য নিয়ে বিজয়ের পথে রয়েছে।

এ পর্যন্ত কংগ্রেসের ৫৩৮ আসনের মধ্যে ২২৭টি আসন ডেমোক্র্যাটরা তাদের দখলে নিয়েছে। বর্তমানে কংগ্রেসে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২৩২। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা আরো বাড়ার  প্রচুর সম্ভাবনা রয়েছে।

ডেমোক্র্যাটদের অন্যতম নেতা ন্যান্সি পেলোসিকে হাউসের আগামী স্পিকার হিসেবে  আবার পাচ্ছে আমেরিকা। সিনেটে এখনও ফলাফল মীমাংসিত নয়। তবে ডেমোক্র্যাট পার্টির সিনেটের নিয়ন্ত্রণ প্রশ্নে সংশয় এখনো কাটেনি।

সুইং (দোদুল্যমান) রাজ্যগুলোয় ডাকযোগের ভোট গণনার ফলে প্রেসিডেন্ট প্রার্থীর মতো সিনেটের কিছু গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আটকে আছে। বর্তমানে সিনেটের ফলাফল- ডেমোক্র্যাট ৪৬ রিপাবলিকান ৪৭।

সম্পূর্ণ ফলাফল পেতে আরো এক বা দু’দিন অপেক্ষা করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।