ইউরোপীয় ইউনিয়নের বৈঠকের আগে ঘাঁটিতে ফিরে এলো তুর্কি গবেষণা জাহাজ
(last modified Mon, 30 Nov 2020 12:39:11 GMT )
নভেম্বর ৩০, ২০২০ ১৮:৩৯ Asia/Dhaka
  • তুর্কি গবেষণা জাহাজ
    তুর্কি গবেষণা জাহাজ

পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত সমুদ্রসীমায় তেল ও গ্যাসক্ষেত্র আবিষ্কারের জন্য ব্যবহৃত গবেষণা জাহাজটি আবারো উপকূলে ফিরিয়ে নিয়েছে তুরস্ক। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্কপূর্ণ বৈঠকের আগ মুহূর্তে ওই গবেষণা জাহাজ আজ সকালে আন্তালিয়া বন্দরে ফিরিয়ে আনা হয়।

ন্যাটো সামরিক জোটের দুই সদস্য তুরস্ক ও গ্রিসের মধ্যে সম্প্রতি  উত্তেজনা দেখা দিয়েছে তার কেন্দ্রবিন্দুতে ছিল এই গবেষণা জাহাজ। তুর্কি ওই জাহাজটি পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাসের অনুসন্ধান চালাচ্ছিল।

তুরস্কের জ্বালানিমন্ত্রী এক টুইটার বার্তায় বলেছেন, তাদের গবেষণা জাহাজটি উপকূলে ফিরে এসেছে। এর আগে গত অক্টোবর মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে তুরস্ক একইভাবে তেল-গ্যাসের অনুসন্ধান বাদ দিয়ে এ জাহাজকে উপকূলে ফিরিয়ে নিয়েছিল। তবে ইউরোপের বৈঠকে সন্তোষজনক কোন ফলাফল না আসায় তুরস্ক আবার জাহাজটিকে ভুমধ্যসাগরের ওই এলাকায় পাঠায়।#

পার্সটুডে/এসআইবি/৩০

ট্যাগ