ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত রিপোর্ট ফাঁসের নিন্দা করল রাশিয়া
(last modified Sat, 05 Dec 2020 04:25:47 GMT )
ডিসেম্বর ০৫, ২০২০ ১০:২৫ Asia/Dhaka
  • মিখাইল উলাইয়ানভ
    মিখাইল উলাইয়ানভ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির সম্পর্কিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র রিপোর্ট ফাঁসের নিন্দা জানিয়েছে রাশিয়া।

আইএইএ-তে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলাইয়ানভ গতকাল (শুক্রবার) তার টুইটার পেইজে দেয়া এক পোস্টে বলেন, আবারো ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত আইএইএ’র একটি গোপন রিপোর্ট গণমাধ্যমের কাছে প্রকাশিত হয়ে পড়েছে যা বোর্ড অব গভর্নর্সের কাছে বিতরণ করা হয়েছিল।

উলাইয়ানভ আরো বলেন, “এই রিপোর্ট ফাঁস হওয়ার পরপরই ইরানের রাষ্ট্রদূত তার টুইটার অ্যাকাউন্টে প্রতিক্রিয়া ব্যক্ত করে এ ধরনের রিপোর্টের গোপনীয়তা রক্ষার কৌশল জোরদার করার পরামর্শ দিয়েছেন। এটি খুব ভালো ধারণা কিন্তু তা কি কার্যকর হবে?”

এর আগে আগে আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এক টুইটার বার্তায় বলেন, বোর্ড অব গভর্নর্সের সদস্যরা ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার আগেই গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এটি আন্তর্জাতিক এ সংস্থার দায়িত্বশীলতার মোটেই পরিচয় বহন করে না। এ সংস্থাকে অবশ্যই তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দিতে হবে।#

পার্সটুডে/এসআইবি/৫