৩১ ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের বিরোধী এমপিরা পদত্যাগপত্র জমা দেবেন
(last modified Wed, 09 Dec 2020 12:14:55 GMT )
ডিসেম্বর ০৯, ২০২০ ১৮:১৪ Asia/Dhaka
  • সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন মাওলানা ফজলুর রহমান
    সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন মাওলানা ফজলুর রহমান

পাকিস্তানের সর্বদলীয় বিরোধী জোট ‘পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট’ বা পিডিএম ঘোষণা করেছে যে, তাদের সমস্ত জাতীয় এবং প্রাদেশিক সংসদ সদস্য আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ দলের প্রধানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

১১ দলের সমন্বয়ে গঠিত পিডিএম’র চার ঘন্টা ব্যাপী সম্মেলনের পর জোটের প্রধান মাওলানা ফজলুর রহমান মঙ্গলবার এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান।

বিরোধী জোটের পক্ষ থেকে আগেই সংসদ হতে পদত্যাগের কথা জানানো হয়েছিল। তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন বিরোধী সংসদ সদস্যরা পদত্যাগ করলে সে সমস্ত আসনে উপনির্বাচন দেয়া হবে। এরপর বিরোধী জোটের পক্ষ থেকে সংসদ সদস্যদের পদত্যাগপত্র জমা দেয়ার সময়সীমা ঘোষণা করা হলো। তবে বিরোধী জোট সংসদ সদস্যদের চূড়ান্তভাবে পদত্যাগের সময়সীমার ব্যাপারে একমত পারে নি।

জোটের নেতা মাওলানা ফজলুর রহমান সাদামাটাভাবে জানান, বুধবার পিডিএম’র স্টিয়ারিং কমিটি বৈঠকে বসবে। ওই বৈঠকে সমাবেশ, প্রতিবাদ কর্মসূচি এবং রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চের সময়সূচি নির্ধারণ করা হবে। পাক প্রধানমন্ত্রী বিরোধী জোটের নেতাদের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করেছেন তাও নাকচ করে দেন মাওলানা ফজলুর রহমান।#

পার্সটুডে/এসআইবি/৯

ট্যাগ