চীনের আগে ইতালিতে শুরু হয় করোনার সংক্রমণ!
(last modified Sat, 12 Dec 2020 13:27:04 GMT )
ডিসেম্বর ১২, ২০২০ ১৯:২৭ Asia/Dhaka
  • চীনের আগে ইতালিতে শুরু হয় করোনার সংক্রমণ!

চীনের আগেই ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল। নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

২০১৯ সালের নভেম্বর মাসের শেষ দিকে ইতালির মিলান এলাকার একটি ছেলে শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়। ইতালিতে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার কয়েক মাস আগে এই ঘটনা ঘটে এমনকি চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে ইতালির মিলান শহরে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিল।

চলতি বছরের সেপ্টেম্বরে এই গবেষণা পরিচালনা করা হয়েছে যাতে ৩৯টি কণ্ঠনালী থেকে কফ নেয়া হয় এবং পরীক্ষা-নিরীক্ষার পর একটি নমুনা করোনা পজিটিভ হিসেবে ধরা পড়ে। এই নমুনা পাওয়া যায় চার বছরের একটি শিশুর মধ্যে  যে মিলানে বসবাস করতো তবে সে কখনো এর আগে বিদেশ ভ্রমণ করে নি।

এই শিশুটির মধ্যে ২০১৯ সালের ২১ নভেম্বর পর্যন্ত সর্দি-কাশি লক্ষণ প্রকাশ পেতে থাকে। এরপর ৩০ নভেম্বর তাকে হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। তার মধ্যে শ্বাসকষ্ট দেখা দেয়।

ইতালির একটি পত্রিকার লেখক এবং মিলান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিও সি রাভিগলিওনে বলেন, শিশুটির ভেতরে যে লক্ষণ ছিল তার সাথে করোনাভাইরাসের মিল ছিল; যার অর্থ দাঁড়ায় চীনের উহান অঙ্গরাজ্য করোনাভাইরাস ছড়িয়ে পড়ার একমাস আগে ওই শিশু সংক্রমিত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/১২   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ