পাকিস্তানে লাশ স্থানান্তরের সময় লাশ হলেন চার সেনা
https://parstoday.ir/bn/news/world-i85640-পাকিস্তানে_লাশ_স্থানান্তরের_সময়_লাশ_হলেন_চার_সেনা
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে মৃতদেহ স্থানান্তরের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছে। নিহতদের সবাই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এদের মধ্যে দুজন পাইলট এবং দুজন সেনা সদস্য।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২০ ২০:১৩ Asia/Dhaka
  • পাকিস্তানে লাশ স্থানান্তরের সময় লাশ হলেন চার সেনা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে মৃতদেহ স্থানান্তরের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছে। নিহতদের সবাই সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। এদের মধ্যে দুজন পাইলট এবং দুজন সেনা সদস্য।

পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে আজ রোববার এ কথা জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, গিলগিট বালস্তিতানের সেনা হাসপাতালে মারা যাওয়া এক সেনা সদস্যকে স্কার্দু সম্মিলিত সামরিক হাসপাতাল স্থানান্তর করার সময় শনিবার সন্ধ্যায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিবৃতিতে বলা হয়, মেজর পদমর্যাদার একজন পাইলট ও একজন কো-পাইলট এবং দুজন সৈন্য প্রাণ হারান। তবে দুর্ঘটনাস্থলে আর কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।