ইন্দোনেশিয়ার বিধ্বস্ত বিমানের ভূপাতিত হওয়ার স্থান শনাক্ত: দেহাবশেষ উদ্ধার
https://parstoday.ir/bn/news/world-i85931-ইন্দোনেশিয়ার_বিধ্বস্ত_বিমানের_ভূপাতিত_হওয়ার_স্থান_শনাক্ত_দেহাবশেষ_উদ্ধার
ইন্দোনেশিয়ার যে যাত্রীবাহী বিমানটি শনিবার জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়েছিল সেটি সাগরে বিধ্বস্ত হয়েছে এবং সেটির ভূপাতিত হওয়ার স্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১০, ২০২১ ১২:৩৫ Asia/Dhaka
  • আজ সাগর থেকে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়
    আজ সাগর থেকে বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়

ইন্দোনেশিয়ার যে যাত্রীবাহী বিমানটি শনিবার জাকার্তা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়েছিল সেটি সাগরে বিধ্বস্ত হয়েছে এবং সেটির ভূপাতিত হওয়ার স্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।

দেশটির শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি ৬৩ জন যাত্রী নিয়ে শনিবার কালিমানতান প্রদেশের পোন্তিয়ানাক শহরে যাওয়ার জন্য আকাশে উড্ডয়ন করেছিল।  কিন্তু উড্ডয়নের চার মিনিট পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

শ্রীবিজয়া এয়ারের একটি বোয়িং ৭৩৭ বিমান (ফাইল ছবি)

আজ (রোববার) সাগরের তলদেশে অবস্থিত বিমানটির সম্ভাব্য ফ্লাইট রেকর্ডার থেকে ছড়িয়ে পড়া সিগন্যাল শনাক্ত করা সম্ভব হয়েছে বলে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। নৌবাহিনীর ডুবুরিসহ অন্তত ১০টি জাহাজ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।  

ইন্দোনেশিয়ার গণমাধ্যম জানিয়েছে, সাগরে মাছ ধরতে যাওয়া অনেক মৎস্যজীবী বিমানটি বিধ্বস্ত হতে দেখেছেন এবং তারা বিমানটির কিছু ধ্বংসাবশেষ, একটি চাকা ও মানবদেহের অংশ উদ্ধারকারী দলগুলোর কাছে হস্তান্তর করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।