সংক্রমণ ঠেকাতে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করলেন রাজা
-
মালয়েশিয়ার রাজা ও রাণী
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন সেদেশের রাজা সুলতান আব্দুল্লাহ। রাজপ্রাসাদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় এই জরুরি অবস্থার মেয়াদ ১ আগস্ট পর্যন্ত বলবৎ থাকতে পারে।
কোভিড-১৯ এর সংক্রমণজনিত পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন কয়েকদিন আগেই দেশজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং রাজধানী কুয়ালালামপুর ও ৫টি রাজ্যে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন।
দেশটিতে প্রথমবারের মতো একদিনে ৩ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর সেখানে বিধিনিষেধ কঠোর করার পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হলো। সোমবার পর্যন্ত মালয়েশিয়ায় সরকারি হিসেবেই আক্রান্ত হয়েছে এক লাখ ৩৮ হাজারের বেশি,মৃত্যু ছাড়িয়েছে সাড়ে পাঁচশ’।
প্রধানমন্ত্রী মুহিউদ্দিন রাজনৈতিক অঙ্গন থেকে ব্যাপক চাপের মুখে রয়েছেন। সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা নেই বলেই অভিযোগ রয়েছে। জরুরি অবস্থা বিরোধীদের চাপকে কিছুদিনের জন্য ঠেকিয়ে রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে কেউ কেউ মনে করছেন।
মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে মুহিদ্দিন আগামী কিছুদিনের জন্য পার্লামেন্ট স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন। জরুরি অবস্থার মধ্যে কোনো নির্বাচন হবে না বলেও তিনি জানান।#
পার্সটুডে/এসএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।