আফগানিস্তানের রাজধানীতে গুলিতে দুই নারী বিচারপতি নিহত
https://parstoday.ir/bn/news/world-i86088-আফগানিস্তানের_রাজধানীতে_গুলিতে_দুই_নারী_বিচারপতি_নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ (রোববার) সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৭, ২০২১ ১৯:১০ Asia/Dhaka
  • আফগানিস্তানের রাজধানীতে গুলিতে দুই নারী বিচারপতি নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ (রোববার) সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের ওপর এ হামলা চালানো হয়।

আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টে দায়িত্ব পালন করতেন। হামলায় আরও দুই জন আহত হয়েছে। মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা হামলার পর পালিয়ে যায়।

এদিকে, গত শুক্রবার দিবাগত রাতে উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের এক হামলায় কমপক্ষে ৯ আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পুলিশের দুটি তল্লাশি ফাঁড়িতে এই হামলা হয়।

তাজিকিস্তান সীমান্তের ওই দুই ফাঁড়িতে যুগপৎ হামলা চালায় তালেবান যোদ্ধারা। এ অঞ্চলে নিয়মিতভাবে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তালেবানের লড়াই চলছে।

সর্বশেষ ওই হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কুন্দুজের গভর্নর আবদুল সাত্তার মির্জাকাওয়াল।#

পার্সটুডে/এএসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।