ইইউ'র সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিলো তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i86300
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, শরণার্থী ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৩, ২০২১ ১৮:১২ Asia/Dhaka
  • চাভুসওগ্লু
    চাভুসওগ্লু

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, শরণার্থী ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়ার পর দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র সব ক্ষেত্রে সহযোগিতা করতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

সিরিয়া, লিবিয়া, কারাবাখ, সাইপ্রাস ও ভূমধ্যসাগরসহ বিভিন্ন ইস্যুতে তুরস্ক ও গ্রিসের মধ্যে মতবিরোধ রয়েছে।

ভূমধ্যসাগরে জ্বালানি অনুসন্ধান ইস্যুতে গ্রিসের সঙ্গে বিরোধে ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।