ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে টেলিফোনে কথা বললেন বাইডেন ও ম্যাকরন
https://parstoday.ir/bn/news/world-i86366-ইরানের_পরমাণু_কর্মসূচি_নিয়ে_টেলিফোনে_কথা_বললেন_বাইডেন_ও_ম্যাকরন
নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু কর্মসূচিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে ম্যাকরন টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২১ ০৭:৪৯ Asia/Dhaka
  • জো বাইডেন- ইমানুয়েল ম্যাকরন
    জো বাইডেন- ইমানুয়েল ম্যাকরন

নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু কর্মসূচিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন সহযোগিতার বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাইডেনকে শুভেচ্ছা জানাতে ম্যাকরন টেলিফোন করলে দুই নেতার মধ্যে আলোচনা হয়।

ফরাসি প্রেসিডেন্টের আবাসিক দপ্তর এলিসি প্রাসাদের পক্ষ থেকে এই টেলিফোন সংলাপের যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, বাইডেন ও ম্যাকরন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা বিশেষ করে ইরানের পরমাণু সমঝোতা ও লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর হোয়াইট হাউজের পক্ষ থেকে এ ব্যাপারে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, দুই দেশের নেতারা চীন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও আইভরি কোস্ট পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।

ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বেআইনিভাবে বের করে নিয়েছিলেন ট্রাম্প

নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের ব্যাপারে তার পূর্বসুরি ডোনাল্ড ট্রাম্পের নীতি পরিবর্তন করবেন বলে আভাস দিয়েছেন। বাইডেনের মন্ত্রিসভায় এমন কয়েকজন কূটনীতিবিদ গুরুত্ব পদ পেয়েছেন যারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রেসিডেন্ট বাইডেন তার নির্বাচনি প্রচারণায় আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন যা থেকে ট্রাম্প ২০১৮ সালে ওয়াশিংটনকে বের করে নিয়েছিলেন। তবে তেহরান সম্প্রতি ঘোষণা করেছে, পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে আমেরিকাকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।