নাভালনির সমর্থক বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বললেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i86412-নাভালনির_সমর্থক_বিক্ষোভকারীদের_সন্ত্রাসী’_বললেন_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাজধানী মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি শহরে একযোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০২১ ০৭:৪৯ Asia/Dhaka
  • নাভালনির সমর্থক বিক্ষোভকারীদের ‘সন্ত্রাসী’ বললেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাজধানী মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি শহরে একযোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পুতিন সোমবার তার দপ্তর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় এ অভিযোগ করেন।  বিক্ষোভ আয়োজনকে ‘বেআইনি’ উল্লেখ করে তিনি বলেন, আয়োজকরা ছিল ‘এমন সন্ত্রাসী’ যারা নারী ও শিশুদেরকে সামনে এগিয়ে দিয়েছিল।

রুশ প্রেসিডেন্ট বলেন, আইনের আওতায় কথা বলার অধিকার সবার আছে। কিন্তু ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ আইন লঙ্ঘন শুধু ‘অগঠনমূলকই’ নয় ‘বিপজ্জনকও’ বটে।  

রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে গত সপ্তাহে জার্মানি থেকে মস্কোয় ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে শনিবারের বিক্ষোভে সারাদেশে প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।