লকডাউনের বিরুদ্ধে ভিয়েনায় বিশাল বিক্ষোভ মিছিল, সংঘর্ষে ২ পুলিশ আহত
https://parstoday.ir/bn/news/world-i87354-লকডাউনের_বিরুদ্ধে_ভিয়েনায়_বিশাল_বিক্ষোভ_মিছিল_সংঘর্ষে_২_পুলিশ_আহত
করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য অস্ট্রিয়ার সরকার দেশটিতে যে লকডাউন দিয়েছে তার বিরুদ্ধে গতকাল শনিবার রাজধানী ভিয়েনায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। প্রকৃতপক্ষে দেশটিতে লকডাউনে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১৪:১৮ Asia/Dhaka
  • অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ
    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিক্ষোভ

করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য অস্ট্রিয়ার সরকার দেশটিতে যে লকডাউন দিয়েছে তার বিরুদ্ধে গতকাল শনিবার রাজধানী ভিয়েনায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। প্রকৃতপক্ষে দেশটিতে লকডাউনে বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।

অস্ট্রিয়ার পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভিয়েনার সিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে অন্তত দুই হাজার মানুষ যোগ দিয়েছে তবে আয়োজকরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এবং জোর করে সরকারের পক্ষ থেকে অনেককে এই সমাবেশে যোগ দিতে দেয়া হয় নি।

 পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হলেও তা উপেক্ষা করেই অস্ট্রিয়াতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে আগে ধর পাকড় হলেও গতকালের সমাবেশে ধরপাকড়ের মাত্রা ছিল তুলনামূলক কম।

গতকালের বিক্ষোভে অংশ নিয়ে অনেকেই বলেছেন সম্প্রতি সরকার বয়স্ক ছেলে-মেয়েদের স্কুলে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা এবং মাস্ক পডরার যে আইন করেছে তারা তার বিরুদ্ধে।

 সিটি সেন্টারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেয়া লোকিজনের মুখে মাস্ক ছিল না। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে,  নব্য-নাজি গোষ্ঠীর উচ্চ পর্যায়ের লোকজন  এতে অংশ নিয়েছেন। সমাবেশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। এ ঘটনায় দুই পুলিশ আহত হয়েছে বলে জানা গেছে।

অস্ট্রিয়া সরকার করোনাভাইরাস মোকাবেলার জন্য যে লাগাতার লকডাউন দিয়ে আসছে আসছে তার বিরুদ্ধে দেশটির শিল্পপতিরাও সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে দেশের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪