কঙ্গোতে জাতিসংঘের গাড়িবহরে হামলায় ইতালির রাষ্ট্রদূতসহ নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i87768-কঙ্গোতে_জাতিসংঘের_গাড়িবহরে_হামলায়_ইতালির_রাষ্ট্রদূতসহ_নিহত_৩
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিওসহ অন্তত তিনজন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২২, ২০২১ ২০:২৫ Asia/Dhaka
  • লুকা আত্তানাসিও
    লুকা আত্তানাসিও

গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় জাতিসংঘের গাড়িবহরে হামলায় নিহত হয়েছেন দেশটিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত লুকা আত্তানাসিওসহ অন্তত তিনজন।

আজ (সোমবার) স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় পূর্বাঞ্চলীয় কানিয়ামাহোরো শহরের কাছে তাদের গাড়িবহরে হামলা হয়। নিহতদের মধ্যে ইতালির একজন সেনা ও কঙ্গোর এক পুলিশও রয়েছে। এই ঘটনার সত্যতা স্বীকার করেছে ইতালি।

এক বিবৃতিতে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা তাদের গাড়িতে গুলি ছুড়লে প্রাণ হারান রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও। জাতিসংঘ কর্মকর্তাদের অপহরণের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে ইতালীয় গণমাধ্যমগুলো।

তবে এ ঘটনায় কারা জড়িত তা স্পষ্ট নয়। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। কঙ্গোর সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীদের খুঁজতে ওই এলাকায় চিরুণী অভিযান চালানো হচ্ছে।

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ২০১৯ সাল থেকে সেখানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন লুকা আত্তানাসি। ২০ বছর ধরে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে সহিংসতা লেগেই আছে।#  

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।