ইসরাইলি মন্ত্রিসভার মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ইতালি
-
ইসরাইলি মন্ত্রিসভার মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে ইতালির সমর্থন
পার্সটুডে-ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভার কিছু চরমপন্থী মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ স্থায়ী প্রতিনিধি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকের পর ইতালি ইসরাইলি নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন দিয়েছে।
ব্রাসেলসে ইইউ স্থায়ী প্রতিনিধি কমিটির (COREPER) বৈঠকের পর কিছু সংবাদ সূত্র জানিয়েছে ইতালি ইউরোপীয় কমিশন কর্তৃক প্রস্তাবিত চরমপন্থী ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে ইচ্ছুক।
ইতালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রস্তাব এবং সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে। ইউরোপের এই দেশটি জোর দিয়ে বলেছে তারা চরমপন্থী ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করতে প্রস্তুত।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।