মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত; সংকট সমাধানে চলছে কূটনৈতিক প্রচেষ্টাও
(last modified Wed, 24 Feb 2021 14:38:57 GMT )
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ২০:৩৮ Asia/Dhaka
  • মিয়ানমারে বিক্ষোভ
    মিয়ানমারে বিক্ষোভ

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ-সমাবেশ অব্যাহত রয়েছে। সাম্প্রতিক অভ্যুত্থানের পর দেশটিতে যে  রাজনৈতিক সংকট  সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বিক্ষোভ চলছে।

আজ বুধবার মিয়ানমারের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে প্রতিবাদী জনতা। তারা সবাই ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেত্রী অং সান সূচির মুক্তি দাবি জানায়। সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করতে গিয়ে এ পর্যন্ত মিয়ানমারের চারজন নাগরিক নিহত হয়েছে। চলতি সপ্তাহে দেশটিতে বিশাল বিক্ষোভ এবং সাধারণ ধর্মঘট পালিত হয়। 

এদিকে, দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি ইন্দোনেশিয়া মিয়ানমারের চলমান সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টেংকু ফায়জাসইয়াহ বলেন, মিয়ানমারের সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে জাকার্তা প্রতিশ্রুতিবদ্ধ। মিয়ানমার ও ইন্দোনেশিয়া- দু দেশই আসিয়ানের সদস্য। 

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। এর মধ্যদিয়ে দেশটির সেনাবাহিনী সুচিসহ বহু রাজনৈতিক নেতা ও সরকারের রকর্মকর্তাদের আটক করেছে। এর বিরুদ্ধে জনগণ বিক্ষোভ করতে শুরু করে।#

 পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ