মিয়ানমারে গুলিতে আরও পাঁচ বিক্ষোভকারী নিহত
https://parstoday.ir/bn/news/world-i88034-মিয়ানমারে_গুলিতে_আরও_পাঁচ_বিক্ষোভকারী_নিহত
সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মিয়ানমারজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে আজ রবিবার কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:৪০ Asia/Dhaka

সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে মিয়ানমারজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে আজ রবিবার কমপক্ষে পাঁচ বিক্ষোভকারীর প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স মিয়ানমারের রাজনীতিক এবং চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক দমন-পীড়নে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।#

পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন