সূ চির মাস্ক পরে অভিনব কায়দায় মিয়ানমারের বিক্ষোভকারীরা
https://parstoday.ir/bn/news/world-i88038-সূ_চির_মাস্ক_পরে_অভিনব_কায়দায়_মিয়ানমারের_বিক্ষোভকারীরা
মিয়ানমার আবারও উত্তাল হয়ে উঠেছে। আজ ইয়াঙ্গনে সুচির মাস্ক ব্যবহার করে অভিনব কায়দায় বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। মিয়ানমারে বিক্ষোভ যতো তীব্র হচ্ছে, নিরাপত্তা বাহিনী ততটাই আগ্রাসী হয়ে উঠছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৭:৪০ Asia/Dhaka

মিয়ানমার আবারও উত্তাল হয়ে উঠেছে। আজ ইয়াঙ্গনে সুচির মাস্ক ব্যবহার করে অভিনব কায়দায় বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। মিয়ানমারে বিক্ষোভ যতো তীব্র হচ্ছে, নিরাপত্তা বাহিনী ততটাই আগ্রাসী হয়ে উঠছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে জান্তা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে জনগণ। জনগণ বলছে, গণতান্ত্রিক নির্বাচনে বিজয়ী সূ চি সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বন্দি করে ক্ষমতা দখল করে নিয়েছে সেনাবাহিনী। এ কারণে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিল করে আসছে তারা।#  

পার্সটুডে/ মো.আবুসাঈদ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন