আর্মেনিয়ার সেনাপ্রধানকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i88502-আর্মেনিয়ার_সেনাপ্রধানকে_বরখাস্ত_করেছেন_প্রধানমন্ত্রী
আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তার দেশের সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিক গাসপ্রায়ানকে বরখাস্ত করেছেন। দেশটিতে পাশিনিয়ান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনার কারণে জেনারেল গ্রাসপ্রায়ানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হলো।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১০, ২০২১ ২২:০১ Asia/Dhaka
  • আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান
    আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তার দেশের সামরিক বাহিনীর প্রধান জেনারেল অনিক গাসপ্রায়ানকে বরখাস্ত করেছেন। দেশটিতে পাশিনিয়ান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনার কারণে জেনারেল গ্রাসপ্রায়ানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হলো।  

অবশ্য, গতমাসে জেনারেল গাসপ্রায়ানের পদত্যাগ করার আহ্বান জানিয়ে লেখা এক ডিক্রিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান।

আজ (বুধবার) পাশিনিয়ানের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে  বলা হয়েছে, সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল অনিক গাপ্রায়ানকে বিধিসম্মতভাবে ১০ মার্চ হতে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে আর্মেনিয়া সুস্পষ্টভাবে পরাজিত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১০