বন্ধুত্বপূর্ণ পরিবেশে হিজবুল্লাহ প্রতিনিধিদলের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
https://parstoday.ir/bn/news/world-i88760-বন্ধুত্বপূর্ণ_পরিবেশে_হিজবুল্লাহ_প্রতিনিধিদলের_সঙ্গে_রুশ_পররাষ্ট্রমন্ত্রীর_আলোচনা
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৬, ২০২১ ১৯:৪৩ Asia/Dhaka
  • হিজবুল্লাহর প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন সের্গেই ল্যাভরভ (ডানে)
    হিজবুল্লাহর প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন সের্গেই ল্যাভরভ (ডানে)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয় নি। মস্কো সফররত হিজবুল্লাহর প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন লেবানন সংসদে হিজবুল্লাহ দলের রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মাদ রা’দ। 

যখন কয়েক দশকের মধ্যে লেবাননের অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে তখন হিজবুল্লাহর প্রতিনিধিদলের রাশিয়া সফর অনুষ্ঠিত হলো। এর পাশাপাশি লেবাননে নতুন সরকার গঠন নিয়েও বড় রকমের অচলাবস্থা দেখা দিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৪০ মিনিট বৈঠকের পর রা’দ সাংবাদিকদের জানান, খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা হয়েছে।

তিনি বলেন, “আমরা লেবানন ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এছাড়া, সিরিয়া ও লেবাননে সন্ত্রাসবাদ মোকাবেলার মধ্যদিয়ে অর্জিত নিরাপত্তা ও স্থিতিশীলতাকে শক্তিশালী করার উপায় নিয়ে কথা হয়।”

মোহাম্মাদ রা’দ আরো জানান, মধ্যপ্রাচ্যে বিশেষ করে লেবাননে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সমর্থনের বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয়। হিজবুল্লাহর এই সংসদ সদস্য বলেন, লেবাননের জনগণের ইচ্ছার প্রতি গুরুত্ব দিয়ে দেশে নতুন সরকার গঠনের প্রক্রিয়া জোরদার করা উচিত। দেশের সংকটাপন্ন অবস্থা নিরসন ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন সরকার গঠনের উদ্যোগ জরুরি।#  

পার্সটুডে/এসআইবি/১৬