আফগানিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
(last modified Mon, 22 Mar 2021 03:29:55 GMT )
মার্চ ২২, ২০২১ ০৯:২৯ Asia/Dhaka
  • আফগানিস্তান সফরে লয়েড অস্টিন
    আফগানিস্তান সফরে লয়েড অস্টিন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড আফগানিস্তান সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে বৈঠক করেছেন। আফগান তালেবানের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায়  যখন দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের  সময়সীমা একেবারেই নিকটবর্তী  তখন পেন্টাগনের প্রধান আফগানিস্তান সফর করছেন।  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি অস্টিনের প্রথম আফগানিস্তান সফর।

গত বছরের ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে  কাতারের রাজধানী দোহায় একটি শান্তি চুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু আমেরিকায় ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে, এই সময়ের মধ্যে তারা সব সেনা প্রত্যাহার করবে না।

আশরাফ গণির সঙ্গে (ডানে) লয়েড অস্টিনের বৈঠক

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে দুজন আলোচনা করেছেন। পাশাপাশি দেশটিতে নতুন করে সহিংসতা বাড়ার কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং আফগান প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকের পর অস্টিন টুইটারে দেয়া এক পোস্টে লেছেন, “আমি প্রেসিডেন্ট  আশরাফ গনির প্রতি খুবই কৃতজ্ঞ। আমি এখানে শুনতে  এবং শিখতে এসেছি। এই সফর আমার জন্য খুবই উপকারী হয়ে উঠবে।”#

পার্সটুডে/এসআইবি/২২

ট্যাগ