আলে-খলিফার অপরাধের প্রতিবাদে বাহরাইনিদের বিক্ষোভ অব্যাহত
https://parstoday.ir/bn/news/world-i89972-আলে_খলিফার_অপরাধের_প্রতিবাদে_বাহরাইনিদের_বিক্ষোভ_অব্যাহত
বাহরাইনি বিপ্লবী নারী-পুরুষ আলে-খলিফার নির্যাতন ও অপরাধের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদেশের বিভিন্ন স্থানে বহু বাহরাইনি নারী-পুরুষ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২১ ১৫:৫১ Asia/Dhaka

বাহরাইনি বিপ্লবী নারী-পুরুষ আলে-খলিফার নির্যাতন ও অপরাধের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদেশের বিভিন্ন স্থানে বহু বাহরাইনি নারী-পুরুষ রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

আল-দারাজ যুব সংগঠনের টুইটার পেইজে একটি ভিডিও পোস্ট করে তারা জানিয়েছে: "বাহরাইনের আল-সানাবস এলাকার সমস্ত বন্দীদেরকে যেন নিঃশর্ত মুক্তি দেয়া হয়। তারা তাদের নি:শর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলও করেছে। "#

পার্সটুডে/মো.আবুসাঈদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।