আমেরিকাকে আগে পরমাণু সমঝোতায় ফিরতে হবে: সিনেটর ক্রিস মরফি
-
মার্কিন সিনেটর ক্রিস মরফি
মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, আমেরিকা যেহেতু ইরানের পরমাণু সমঝোতা থেকে আগে বেরিয়ে গেছে কাজেই তাকেই আগে এই সমঝোতায় ফিরতে হবে। কানেক্টিকাট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট সিনেটর এক টুইটার বার্তায় লিখেছেন, “আমেরিকা যেহেতু এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে তাই নৈতিকতার দায় থেকে তারই আগে এতে ফিরে আসা উচিত।”
এদিকে গতকাল (শনিবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার উপায় নিয়ে বৈঠক হয়েছে। বৈঠকে ইউরোপীয় ইউানিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মোরা এবং ইরান, ফ্রান্স জার্মানি, ব্রিটেন, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে মুরা এক টুইটার বার্তায় বলেন, বৈঠকে বড় দাগের বিষয়গুলোতে সব পক্ষ একমত হয়েছে। এখন কিছু ছোটখাট বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে যা শিগগিরই বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে সমাধান করা সম্ভব।

২০১৮ সালের মে মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার এক বছর পর ইরানও এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দিতে শুরু করে। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে পরমাণু সমঝোতায় যার সর্বোচ্চ মাত্রা ছিল সাড়ে তিন।
আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করলেও তিনি অন্যায়ভাবে ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে ইরান যৌক্তিকভাবে বলছে যে, আমেরিকাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এই সমঝোতায় ফিরতে হবে। এই দু’টি দাবিকে কীভাবে সমন্বয় করা যায় তা নিয়ে ভিয়েনায় গত দুই সপ্তাহ ধরে আলোচনা চলছে।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।