কাস্পিয়ান সাগরে যৌথভাবে তেল-গ্যাস খনিতে কাজ করছে ইরান ও আজারবাইজান
(last modified Sun, 30 May 2021 12:56:44 GMT )
মে ৩০, ২০২১ ১৮:৫৬ Asia/Dhaka
  • ইরানের তেলমন্ত্রী
    ইরানের তেলমন্ত্রী

তেল ও গ্যাস খাতে ইরান ও আজারবাইজানের সহযোগিতা অনেক বেড়েছে। এ তথ্য জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানে ও আজারবাইজানের উপ-প্রধানমন্ত্রী শাহিন মোস্তফায়েভ।

আজ রোববার তেহরানে আজারবাইজানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানের তেলমন্ত্রী বলেছেন, সব ক্ষেত্রেই আজারবাইজানের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো হয়েছে। জ্বালানি খাতে সহযোগিতা ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি। 

ইরানের তেলমন্ত্রী আরও বলেন, জ্বালানি ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা অনেক জোরদার হয়েছে বিশেষকরে কাস্পিয়ান সাগরে যৌথভাবে তেল-গ্যাস খনি উন্নয়নে সহযোগিতার কথা উল্লেখযোগ্য।

এ সময় আজারবাইজানের উপ-প্রধানমন্ত্রী শাহিন মোস্তফায়েভ বলেন, "ইরান ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে দুই দেশের প্রেসিডেন্টের রাজনৈতিক সদিচ্ছার ভূমিকা ছিল সবচেয়ে বেশি।"

আজারবাইজানের উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, "গ্যাস ক্ষেত্রে সহযোগিতায় আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। ২০০৪ সাল থেকে ইরান আজারবাইজানের নাখচিভান স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্রের গ্যাস চাহিদা পূরণ করে আসছে। এজন্য আজারবাইজান ইরানের কাছে কৃতজ্ঞ।"#

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ