বিতর্কিত ইস্যুগুলো সমাধানযোগ্য: ইরানের প্রধান আলোচক
https://parstoday.ir/bn/news/world-i92556-বিতর্কিত_ইস্যুগুলো_সমাধানযোগ্য_ইরানের_প্রধান_আলোচক
ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেগুলো সমাধানযোগ্য এবং বিষয়টি নিয়ে আলোচনার সব পক্ষ একমত। এজন্য আরো কাজ করতে হবে বলেও তারা মনে করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৩, ২০২১ ১৩:০১ Asia/Dhaka
  • আব্বাস আরাকচি
    আব্বাস আরাকচি

ভিয়েনায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রধান পরমাণু আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে সেগুলো সমাধানযোগ্য এবং বিষয়টি নিয়ে আলোচনার সব পক্ষ একমত। এজন্য আরো কাজ করতে হবে বলেও তারা মনে করে।

গতকাল (বুধবার) ভিয়েনায় আব্বাস আরাকচি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, মতানৈক্য এমন একটা পয়েন্টে এসে পৌঁছেছে যেখানে মনে করা হচ্ছে- ‘এটা সমাধানযোগ্য’।

আব্বাস আরাকচি বলেন, এ পর্যন্ত যেসব আলোচনা হয়েছে তাতে আলোচনায় অংশ নেয়া সবাই আশা করছেন যে, নতুন একটা উপসংহারে পৌঁছানো যাবে এবং এজন্য সংশ্লিষ্ট সবার নিজ নিজ দেশে ফিরে আরো পরামর্শ করার প্রয়োজন রয়েছে।  

প্রায় এক যুগ আলোচনার পর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে ২০১৫ সালে পরমাণু সমঝোতা সই হয়। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে ২০১৮ সালের মে মাসে আমেরিকাকে সমঝোতা থেকে বের করে নেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি আবার আমেরিকাকে সমঝোতায় ফিরিয়ে নিতে চান। এজন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা চলছে।#

পার্সটুডে/এসআইবি/৩