সাড়া নেই তাই নিজের ব্লগ বন্ধ করলেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ব্লগ পেজ খুলেও তা শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। পাঠক ও সমর্থকদের পক্ষ থেকে খুব একটা সাড়া না পাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মাত্র এক মাসের কম সময় আগে একটি ব্লগ পেজ চালু করেছিলেন ট্রাম্প। তার টিমের সদস্যরা ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এখান থেকে বড় একটি সামাজিক প্ল্যাটফর্ম চালু করবেন। কিন্তু শেষ পর্যন্ত তা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্রাম্পের সিনিয়র সহকারী জ্যাসন মিলার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, ওই পেজ আর ফিরে আসবে না। এটিকে স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। মিলার বলেন,আমাদের যেসব বৃহত্তর উদ্যোগ চলমান রয়েছে এটি ছিল সেগুলোর সহায়ক একটি প্রকল্প।
‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে. ট্রাম্প’ শিরোনামের ব্লগটি ৪ মে চালু করা হয়। ফেসবুক ও টুইটারে ট্রাম্প নিষিদ্ধ হওয়ার কয়েক মাস পর এই উদ্যোগ নেওয়া হয়। শুরুতে বলা হয়েছিল,এই ওয়েবসাইট থেকে ট্রাম্প সরাসরি তার সমর্থকদের সঙ্গে কথা বলবেন।
সহিংসতায় উসকানি দেওয়ার কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। #
পার্সটুডে/এসএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।