ইউরো কাপ: জোড়া আত্মঘাতী গোলে জামার্নির কাছে হারল পর্তুগাল
(last modified Sat, 19 Jun 2021 19:05:29 GMT )
জুন ২০, ২০২১ ০১:০৫ Asia/Dhaka
  • ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অসাধারণ এক জয় পেল জার্মানি।
    ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অসাধারণ এক জয় পেল জার্মানি।

ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি। শুরুতেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। এরপর দুই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পর্তুগীজরা। শেষ পর্যন্ত হারতে হয় ৪ গোল খেয়ে।

‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ইউরো শুরু করেছিল জার্মানরা। দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফিরল গত আসরের সেমিফাইনালিস্টরা।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলে জার্মানি। পঞ্চম মিনিটে দারুণ অ্যাক্রোবেটিক শটে জালে বলও পাঠিয়েছিলেন রবিন গোসেন্স। তবে আক্রমণের শুরুতে টমাস মুলারের হাতে বল লাগায় হয়নি গোল। তবে চাপ অব্যাহত রেখেই খেলতে থাকে জার্মানি। ঘর সামলাতে ব্যস্ত পর্তুগাল নিজেদের সীমানা থেকে বেরই হতে পারছিল না। এর মাঝেই অসাধারণ এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় দলটি। স্বাগতিকদের কর্নার হেডে মুক্ত করে রোনালদো বল সামনে বাড়িয়ে দেন। সেখান থেকে বের্নার্দো সিলভা দারুণ একটি ক্রসে দিয়েগো জোটার দিকে বল বাড়ান। জোটা এগিয়ে গিয়ে ফাঁকায় থাকা রোনালদোর দিকে পাস দিলে গোল করতে কোনো ভুল করনেনি পর্তুগাল অধিনায়ক।

পিছিয়ে পড়ে অবশ্য দমেনি জার্মানি। তাদের একের পর এক আক্রমণে দিশেহারা পর্তুগাল দুই আত্মঘাতী গোলে পিছিয়ে বিরতিতে যায়। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রস পেয়ে ভলিতে মাঝ বরাবর কাই হাভার্টজকে বাড়ান গোসেন্স। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার রুবেন দিয়াস বিপদমুক্ত করতে গিয়ে জালে ঠেলে দেন বল। 

পরে ৩৯তম মিনিটে দ্বিতীয়বার আত্মঘাতী গোল হজম করে পর্তুগাল। গোলমুখে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই নেন জোরালো শট রাফায়েল গেররেরো।

বিরতির পর ৯ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে বসে পর্তুগীজরা। ৫১তম মিনিটে বাঁ দিক থেকে গোলমুখে ক্রস বাড়ান শুরু থেকে দারুণ খেলতে থাকা গোসেন্স। তাকে বাধা দিতে সেদিকে কিছুটা এগিয়ে ছিলেন গোলরক্ষক, সেই সুযোগে বিনা বাধায় বল জালে পাঠান চেলসি ফরোয়ার্ড হাভার্টজ। আর ৬০ তম মিনিটে ডান দিক থেকে জশুয়া কিমিচের ক্রসে লাফিয়ে হেডে স্কোরলাইন ৪-১ করেন গোসেন্স।

এর ৭ মিনিট পর রোনালদোর ক্রসে গোল করে পর্তুগালকে ম্যাচ ফেরান জোটা। খেলার বাকি সময় আক্রমণ বাড়ালেও আর গোলের দেখা পায়নি পর্তুগীজরা। ফলে হারের বিষাদ নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের, আর দুরন্ত জয়ে জার্মানি বাঁচিয়ে রাখে শেষ ষোলর আসা।

এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে দ্বিতীয় স্থানে চলে এলো জার্মানি। দিনের অন্য ম্যাচে ফ্রান্স ড্র করেও আছে শীর্ষে, তাদের সংগ্রহ চার পয়েন্ট। নক আউটে ওঠার লড়াইয়ে আগামী ২৪ জুন হাঙ্গেরিকে মোকাবেলা করবে। একই সময়ে পর্তুগাল লড়বে ফ্রান্সের বিপক্ষে।

পার্সটুডে//আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

ট্যাগ