গণকবরের সন্ধান মেলার পর কানাডার কয়েকটি ক্যাথলিক গীর্জায় হামলা
(last modified Thu, 01 Jul 2021 12:22:52 GMT )
জুলাই ০১, ২০২১ ১৮:২২ Asia/Dhaka

কানাডায় সম্প্রতি ক্যাথলিক খ্রিষ্টানদের বহু গির্জায় হামলা হয়েছে।

ক্যাথলিক গির্জার নিয়ন্ত্রণে থাকা বহু ডে-নাইট স্কুলে নাম-পরিচয়হীন অসংখ্য কবরের সন্ধান মেলার পর মাসখানেক ধরে ওইসব গির্জায় হামলার ঘটনা ঘটেছে। বিবিসি টেলিভিশন আজ গির্জায় অগ্নিসংযোগের ওপর সচিত্র প্রতিবেদন করে। ওই প্রতিবেদনে জানানো হয়েছে অগ্নিসংযোগের ঘটনায় আলবার্তার কয়েক শতাব্দি প্রাচীন একটি গির্জা ধ্বংস হয়ে গেছে।

আজ (১ জুলাই) কানাডার জাতীয় দিবস উদযাপনের সময় গণকবর সন্ধানের ঘটনা ঘটলো। এসব কবরের বেশিরভাগই স্থানীয় শিশুদের বলে জানানো হয়েছে। ক্যাথলিক গির্জার তত্ত্বাবধানে পরিচালিত ডে-নাইট স্কুলগুলোতে এসব শিশু বসবাস করতো।

কানাডার স্থানীয় শিশুদের গণকবর আবিষ্কারের ঘটনায় সেদেশের জনগণ এবারের জাতীয় দিবস উদযাপন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে কানাডার ডে-নাইট স্কুলগুলোতে স্থানীয় শিশুদের গণকবরের সন্ধান পাওয়া গেছে। ক্যাথলিক গির্জার তত্ত্বাবধানে পরিচালিত এইসব স্কুলে গণকবর আবিষ্কারের ঘটনায় কানাডার ভেতরে এবং বাইরেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এসব শিশুকে কয়েক বছর আগে গোপনে গণকবর দেওয়া হয়েছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।