ইউরো-২০২০: টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
(last modified Fri, 02 Jul 2021 19:12:07 GMT )
জুলাই ০৩, ২০২১ ০১:১২ Asia/Dhaka
  • ৩-১ ব্যবধানে সুইসদের হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্পেন।
    ৩-১ ব্যবধানে সুইসদের হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্পেন।

সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ইউরো-২০২০ এর সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা ছিল। অতিরিক্ত সময়েও এই সমতা না ভাঙায় শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ ব্যবধানে সুইসদের হারিয়ে সেমিফাইনালে নাম লেখায় স্পেন।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৮ মিনিটেই লিড নেয় স্পেন। এ সময় জর্ডি আলবার নেওয়া শট সুইজারল্যান্ডের ডেনিস জাকারিয়ার গায়ে লেগে নিজেদের জালেই জড়ায়। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।

বিরতির পর সুইস তারকা জারদান শাকিরি স্পেনের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন। তাতে ম্যাচে ফেরে সমতা। কিন্তু ৭৭ মিনিটে দশজনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড। এ সময় সরাসারি লাল কার্ড দেখে বিদায় নেন রেমো ফ্রেউলার। বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ড।

১০ জন নিয়ে খেলেও ৯০ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে তারা। এমনকি অতিরিক্ত সময়েও স্পেনকে জালের নাগাল পেতে দেয়নি তারা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

স্পেনের হয়ে প্রথম টাইব্রেকারে শট নিতে আসেন অধিনায়ক সার্জিও বুস্কেটস। আর প্রথমেই তাঁর শট গোলপোস্টে লেগে প্রতিহত হয়। এরপর সুইসদের গ্যাভ্রানোভিচ গোল করলেও পরে টানা তিনটি শট মিস করে সুইসরা। আর স্পেনের হয়ে ড্যানিয়েল অলমো, জেরার্ড মোরেনো আর মিকেল ওয়ারজাবালা গোল করলে সেমিফাইনাল নিশ্চিত হয় স্পেনের।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ