টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালি
(last modified Wed, 07 Jul 2021 01:39:05 GMT )
জুলাই ০৭, ২০২১ ০৭:৩৯ Asia/Dhaka
  • টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ইউরোর ফাইনালে ইতালি

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে স্পেনকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে ইতালি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। কিন্তু বাড়তি ৩০ মিনিটেও কেউ স্কোর দ্বিগুণ করতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে হেরে যায় স্পেন।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণে যায় ইতালি। মাত্র ৪ মিনিটের মাথায় এমারসনের থ্রু বল ধরে নিকোলো বারেল্লার শট গোলপোস্টে আঘাত করে। ১৩ মিনিটে দারুণ সুযোগ পায় স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা। 

এভাবে একের পর এক আক্রমণে প্রথমার্ধ গোল শূন্য ড্রতে শেষ হয়। তবে বলের দখল অধিকাংশ সময়ই স্প্যানিশদের নিয়ন্ত্রণে ছিল।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের সময় দারুণ সুযোগ পায় স্পেন। কিন্তু অধিনায়ক বুশকেটসের শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৬০ মিনিটে গিয়ে চমৎকার এক কাউন্টার অ্যাটাকে গোল করে ইতালি। শট সেভ করেই বল মাঝমাঠে পাঠান গোলরক্ষক দোনারুমা। সেখানে ইম্মোবিলের পাস থেকে বল নিয়ে  ফেদেরিকো চিয়েসা বাঁকানো শটে স্কোর করেন। 

৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ নষ্ট করে স্পেন। কোকের ভাসানো ক্রস দূরের পোস্টে পৌঁছালেও ওয়ারজাবাল সময়মতো পায়ে বল ছোঁয়াতে পারেননি। 

ম্যাচ সেরা ফেদেরিকো চিয়েসা

৮০ মিনিটে গিয়ে মোরাতার গোলে সময়তায় ফেরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ও শেষ হয় ১-১ স্কোরলাইনে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। 

টাইব্রেকারে মানুয়েল লোকাতেল্লির নেওয়া ইতালির প্রথম শট ঠেকিয়ে দেন উনাই সিমোন। কিন্তু নিজেদের প্রথম শট উড়িয়ে মেরে সুযোগটা নষ্ট করেন দানি ওলমো। 

এরপর ইতালির আর কেউ ব্যর্থ হয়নি। পরের তিন শটে একে একে বল জালে পাঠান আন্দ্রেয়া বেলোত্তি, লিওনার্দো বোনুচ্চি, ফেদেরিকো বের্নারদেস্কি। স্পেনের দুই ও তিন নম্বরে সফল শট নেন জেরার্দ মোরেনো ও থিয়াগো আলকান্তারা। কিন্তু তাদের চতুর্থ জন মোরাতার শট ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুমা। এরপর জর্জিনিয়ো ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নিলে শুরু হয় ইতালির উদযাপন।

আর নিজেদের ইতিহাসের প্রথম সেমিফাইনাল হারের বিস্বাদ নিয়ে ইউরো ২০২০ শেষ হয় স্পেনের।#

ট্যাগ