ভারতের কাছ থেকে অস্ত্র সাহায্য পাওয়া খবর অস্বীকার করল আফগানিস্তান
https://parstoday.ir/bn/news/world-i94550-ভারতের_কাছ_থেকে_অস্ত্র_সাহায্য_পাওয়া_খবর_অস্বীকার_করল_আফগানিস্তান
ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্রসাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৪, ২০২১ ১০:৫৭ Asia/Dhaka
  • নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস- ছবি: দূতাবাসের ফেসবুক পেজ
    নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস- ছবি: দূতাবাসের ফেসবুক পেজ

ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্রসাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই।

ভারত সরকার ২০১১ সালে আফগানিস্তানের সঙ্গে ‘কৌশলগত অংশীদারিত্ব চুক্তি’ সই করলেও ইসলামাবাদের স্পর্শকাতরতাকে মাথায় রেখে এখন পর্যন্ত কাবুলকে বড় ধরনের কোনো সামরিক সহযোগিতা দেয়নি। ২০১৬ সালে অবশ্য রাশিয়ার তৈরি চারটি হেলিকপ্টার কাবুলকে দিয়েছিল নয়াদিল্লি।

এক্সপ্রেস ট্রিবিউন সম্প্রতি এক প্রতিবেদনে জানায়, যেসব বিমানে করে ভারত সম্প্রতি আফগানিস্তানের কান্দাহারস্থ কনস্যুলেট থেকে নিজের কর্মীদের প্রত্যাহার করে নেয় সেই বিমানে করে গোপনে কাবুলে সামরিক সহযোগিতা পাঠায় নয়াদিল্লি।

পত্রিকাটি দাবি করে, ভারতের দু’টি সি-১৭ কার্গো বিমানে করে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম আফগানিস্তানে পাঠানো হয়। তবে নয়াদিল্লিস্থ আফগান দূতাবাসের কর্মকর্তারা রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে জানিয়েছেন, এই খবরের আদৌ কোনো ভিত্তি নেই।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানের জিও নিউজ দেশটির  প্রধানমন্ত্রী ইমরান খানের একটি বক্তব্য প্রচার করেছিল যেখানে তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এ অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আসবে। আর পরিবর্তিত সেই পরিস্থিতিতে ভারত হবে ‘সবচেয়ে বড় পরাজিত’ দেশ। ইমরান খান আরো বলেন, তখন ভারত আফগানিস্তানে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হবে।  পাক প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তানের মতো যে দেশটির পরিস্থিতি অত্যন্ত জটিল ও পরিবর্তনযোগ্য সেদেশে ভারত শত শত কোটি ডলার পুঁজি বিনিয়োগ করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।