এবার ইরান সফরে আসছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i9526-এবার_ইরান_সফরে_আসছেন_ক্রোয়েশিয়ার_প্রেসিডেন্ট
ইসলামি প্রজাতন্ত্র ইরানে তিনদিনের সরকারি সফর আসছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ। আগামীকাল (মঙ্গলবার) তিনি তেহরান এসে পৌঁছাবেন এবং তিনি একটি আর্থ-রাজনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৭, ২০১৬ ০১:১৮ Asia/Dhaka
  • ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ
    ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে তিনদিনের সরকারি সফর আসছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ। আগামীকাল (মঙ্গলবার) তিনি তেহরান এসে পৌঁছাবেন এবং তিনি একটি আর্থ-রাজনৈতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির আমন্ত্রণে কোলিন্দা এ সফরে আসছেন। বুধবার প্রেসিডেন্ট রুহানি তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন এবং এরপর দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক শুরু হবে।

ইরান ও ক্রোয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দু দেশের কর্মকর্তারা বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বারক বা এমওইউ সই করবেন। দুই প্রেসিডেন্ট চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পরে তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

এর পাশাপাশি প্রেসিডেন্ট কোলিন্দা বুধবার ইরান ও ক্রোয়েশিয়ার বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট কোলিন্দা ইরান সফর শেষ করে দেশের উদ্দেশ্যে তেহরান ছাড়বেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬