নাটকীয় পেনাল্টি: টিকে গেলেন মেসি, ঘরের পথে নেইমার!
(last modified Sat, 10 Dec 2022 04:15:56 GMT )
ডিসেম্বর ১০, ২০২২ ১০:১৫ Asia/Dhaka
  •  নাটকীয় পেনাল্টি: টিকে গেলেন মেসি, ঘরের পথে নেইমার!

কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে ল্যাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তির একটি টিকে থাকলেও অপরটি এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে।

শুক্রবার রাতে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল হল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা অর্জন করেছে; যে ক্রোয়েশিয়া রাতের প্রথম ম্যাচে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করেছে।

ব্রাজিল ও ক্রোয়েশিয়ার মধ্যে বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুট-আউটে ক্রোয়েশিয়ার কাছে ২-৪ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে ব্রাজিল। অন্যদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও হল্যান্ডের মধ্যকার খেলাটি নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হয়।পরে টাইব্রেকারে আর্জেন্টিনা তার ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীকে ৩-২ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়।

রাতের প্রথম খেলায় ১-১ গোলের সমতার ম্যাচ শেষে টাইব্রেকারে ব্রাজিলের প্রথম শটটা নেন বদলি নামা তরুণ ফরোয়ার্ড রদ্রিগো। কিন্তু চরম স্নায়ুচাপের কাছে হার মেনে তিনি নিলেন দুর্বল শট, যা আটকে দেন ম্যাচে দুর্দান্ত খেলা ক্রোয়েশিয়ার গোলকিপার দমিনিক লিভাকোভিচ। রদ্রিগোর পর মার্কিনিওসের মিস সর্বনাশ করে দেয় ব্রাজিলের। অন্যদিকে ক্রোয়েশিয়া চারটি শটেই গোল করেছে। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে ক্রোয়েশিয়া উঠেছে বিশ্বকাপের সেমিফাইনালে। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বারের মতো শেষ চারে ক্রোয়াটরা। অন্যদিকে ব্রাজিল ১২তম সেমিফাইনাল খেলার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়।

বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে  ৩৫ মিনিটের মাথায় আর্জেন্টিনা দল যথারীতি তার অধিনায়কের ক্রীড়ানৈপূণ্য ব্যবহার করে এবং লিওনেল মেসির চমৎকার একটি পাসকে গোলে পরিণত করেন সতীর্থ নাহুয়েল মোলিনা। খেলার দ্বিতীয়ার্ধে মেসি নিজেই দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন। এর মাধ্যমে মেসি বিশ্বকাপ ফুটবলে ১০টি গোল করার সৌভাগ্য অর্জন করে নিজ দেশের সাবেক খেলোয়াড় গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড স্পষ্ট করেন।

 ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় করে ক্রোয়াটদের উল্লাস 

 

খেলার ৭৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি হজম করার পর ডাচরা প্রতিশোধ গ্রহণে মরিয়া হয়ে ওঠে। তারা মধ্যভাগের দীর্ঘদেহী ডিফেন্ডার  ভিরগিল ভ্যানডিজিকে আক্রমণভাগে পাঠিয়ে দেয় যিনি লম্বা পাসের মাধ্যমে আর্জেন্টিনার গোলপোস্টে বল পাঠানোর পথ সুগম করেন।

তুরস্কের বেসিকটাস টিমের ডাচ খেলোয়ার ভাউট বেগহোর্স্ট খেলার ৮৩ মিনিটের মাথায় ভ্যানডিজির একটি পাসকে গোলে পরিণত করে দু’দলের ব্যবধান কমিয়ে আনেন।

ওই গোলেই চাঙ্গা হয়ে ওঠা হল্যান্ড জানপ্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে পরের গোলটার জন্য। অস্থির করে ফেলে আর্জেন্টাইন রক্ষণভাগকে। তবে পাল্লা দিয়ে কমতে থাকে ম্যাচের সময়। ১০ মিনিট যোগ হওয়া অতিরিক্ত সময়ের একেবারে শেষদিকে এসে বড় ভুলটা করে আর্জেন্টিনা। ডি-বক্সের সীমানা ঘেষে নাথান আকেকে ফাউল করে ডাচদের ফ্রি-কিক দেন মেসি। অবিশ্বাস্য ব্যাপারটা ঘরে ২২ গজ দূরের ওই ফ্রি-কিক থেকে। টন কপমাইনার্স উড়িয়ে শট না মেরে গড়িয়ে পাস দেন জটলার মধ্যে বেগহোর্স্টকে। তার শট ঢুকে যায় আর্জেন্টিনার জালে, খেলা ২-২ গোলে ড্র হয়।

অতিরিক্ত ৩০ মিনিটে নিরাপদ খেলার চেষ্টা করেছে দুই দলই। তবে এর মধ্যে ডাচরা দুটি শট নিয়েছে আর্জেন্টিনার গোলমুখে, দিবু মার্তিনেজের হাতেই গেছে সেই শট। আর্জেন্টিনাও সুযোগ পেয়েছিল একাধিক। তবে বদলি নামা লাওতারো মার্তিনেজ ও এনজো ফার্নান্দেজের শট লক্ষ্য পৌঁছায়নি। তারপর শুরু টাইব্রেকার নাটক।

হল্যান্ডের দুই পেনাল্টি ঠেকিয়ে শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তৃতীয় শটে গোল পায় ডাচরা। আর্জেন্টিনা গোল পায় প্রথম তিন শটেই। কিন্তু এনজো ফার্নান্দেজ চতুর্থ শটটা বাইরে মারায় আবার জমে উঠে টাইব্রেকার। ডাচরা চতুর্থ ও পঞ্চম দুটি শটেই গোল করে। ফলে লাওতারো মার্তিনেজের নেওয়া পঞ্চম শটটা হয়ে উঠে ম্যাচের ভাগ্য-নির্ধারক। এবার আর ভুল করেন না লাওতারো। তাঁর শট নেদারল্যান্ডের জালে যেতেই উচ্ছ্বাসে মেতে উঠেন মেসিরা। ৪-৩ ব্যবধানে জিতে আর্জেন্টিনা উঠে যায় সেমিফাইনালে। যেখানে মেসিদের প্রতিপক্ষ আগের ম্যাচে ব্রাজিলকে হারানো ক্রোয়েশিয়া।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ