কিউবা-বিরোধী নীতি অব্যাহত রেখেছেন বাইডেন, চাপিয়েছেন নতুন নিষেধাজ্ঞা
(last modified Sat, 31 Jul 2021 06:48:06 GMT )
জুলাই ৩১, ২০২১ ১২:৪৮ Asia/Dhaka
  • জো বাইডেন
    জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিউবার বিরুদ্ধে তার উত্তরসূরিদের নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে তিনি নতুন করে কিউবার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, কিউবার পুলিশ বাহিনী এবং এর দুজন নেতার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন সরকার দাবি করছে, কিউবায় সম্প্রতি যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে তাতে দেশটির পুলিশ বাহিনী নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

কিউবার সাম্প্রতিক বিক্ষোভ

কিউবায় গত ১১ জুলাই থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় এবং কয়েকদিন তা অব্যাহত ছিল। কিউবা সরকার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই বিক্ষোভের পেছনে কিউবা-বিরোধী বৈদেশিক শক্তির হাত ছিল।

কয়েক দশক ধরে আমেরিকা কিউবার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে এবং এ কারণে দেশটির জনগণ মারাত্মকভাবে ভোগান্তির শিকার হয়েছে। এরপরেও মার্কিন সরকার কিউবার জনগণের প্রতি কথিত দরদ দেখিয়ে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানরে ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।#

পার্সটুডে/এসআইবি/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।