হাইতি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২০০০, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩০ হাজার
(last modified Wed, 18 Aug 2021 06:16:37 GMT )
আগস্ট ১৮, ২০২১ ১২:১৬ Asia/Dhaka
  • হাইতির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দৃশ্য
    হাইতির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দৃশ্য

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজারে দাঁড়িয়েছে। গত ১৫ আগস্ট ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৬০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ৭০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তের তালিকায় বহু সরকারি ভবন রয়েছে।

ভূমিকম্পের ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে এবং তারা খোলা আকাশের নিচে বসবাস করছেন। ভূমিকম্পের পর ঘূর্ণিঝড় এবং বন্যা তাদের সে দুঃখ-দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে। গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে- ভূমিকম্পের পর হাইতিতে প্রবল বর্ষণ থেকে বন্যা দেখা হয়েছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার হাইতির শহরাঞ্চলে বন্যা ও ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে।

খোলা আকাশের নিচে ঠাঁই মিলেছে হাজারো মানুষের

সম্প্রতি হাইতির প্রেসিডেন্টকে হত্যা করা হয়েছে। এর আগে ২০১০ সালে প্রচণ্ড ভূমিকম্পে  মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্স। সে সময় সেখানে নিহত হয়েছিল দুই লাখ মানুষ।

হাইতির জনগণের এ দুর্দশা মধ্যে আমেরিকা এবং মেক্সিকো থেকে সামান্য কিছু খাদ্য, পানি এবং ওষুধের সহযোগিতা এসে পৌঁছেছে। এছাড়া আমেরিকা থেকে কিছু উদ্ধারকারী পাঠানো হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ