‘কারবালার শাশ্বত বিপ্লব' : ইসলামকে জানা ও বোঝার অনুষ্ঠান
https://parstoday.ir/bn/news/world-i96154-কারবালার_শাশ্বত_বিপ্লব'_ইসলামকে_জানা_ও_বোঝার_অনুষ্ঠান
আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত এক সপ্তাহ ধরে খুবই হৃদয়বিদারক একটি অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এ অনুষ্ঠান আজসহ আরো তিনদিন চলবে। আমাদের হৃদয়ের আকুতি অনুধাবণ করে রেডিও তেহরান কারবালার হৃদয়বিদারক ঘটনা নিয়ে শোকাবহ মহররম উপলক্ষে এ অনুষ্ঠান প্রচার করছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
আগস্ট ১৯, ২০২১ ১৪:৪৮ Asia/Dhaka
  • ‘কারবালার শাশ্বত বিপ্লব' : ইসলামকে জানা ও বোঝার অনুষ্ঠান

আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত এক সপ্তাহ ধরে খুবই হৃদয়বিদারক একটি অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। এ অনুষ্ঠান আজসহ আরো তিনদিন চলবে। আমাদের হৃদয়ের আকুতি অনুধাবণ করে রেডিও তেহরান কারবালার হৃদয়বিদারক ঘটনা নিয়ে শোকাবহ মহররম উপলক্ষে এ অনুষ্ঠান প্রচার করছে।

তবে অন্যান্য বছরের ন্যায় এ বছর কিন্তু শোকাবহ কারবালার হৃদয়বিদারক ঘটনার শুধু বর্ণনা প্রচার করা হচ্ছে না। এবার কারবালার শাশ্বত বিপ্লবের অন্তর্নিহিত অর্থ ও এর তাৎপর্য বিশ্লেষণের পাশাপাশি প্রচলিত বেশ কিছু সমালোচনারও জবাব দেয়া হচ্ছে, উপযুক্ত ও যৌক্তিক ব্যাখ্যা দেয়া হচ্ছে।

এ যেন ইতিহাসকে চোখের সামনে নিয়ে এসে সকলের সামনে উন্মুক্ত করে দেয়া, সকলের সামনে প্রকৃত সত্য তুলে ধরা। আমি মনে করি, শোকাবহ মহররমের এবারের ধারাবাহিক অনুষ্ঠানগুলো সমাজ থেকে কিছু ভুল ধারণা অপসারিত করতে সক্ষম হবে, প্রকৃত সত্য প্রতিষ্ঠা করতে সহায়ক হবে। এমন গবেষণাধর্মী ও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রচার করার জন্য রেডিও তেহরানের বাংলা বিভাগকে ধন্যবাদ জানাই।

আজ (১৭/০৮/২০২১, মঙ্গলবার) রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা- এ তিনটি সাপ্তাহিক অনুষ্ঠান প্রচারিত হয়। আর প্রচারিত হয় শোকাবহ মহররম উপলক্ষে ‘কারবালার শাশ্বত বিপ্লব’ ধারাবাহিক অনুষ্ঠানটি। এটিই ছিল আজকের সেরা অনুষ্ঠান, হৃদয়কে ভাঙচুর করে দেয়ার অনুষ্ঠান, আহলে বাইতের প্রতি ভালোবাসার অনুষ্ঠান, ইসলামকে জানা ও বোঝার অনুষ্ঠান।

‘কারবালার শাশ্বত বিপ্লব’ অনুষ্ঠানের ৮ম পর্বে আজ মুসলমানদের আবার জেগে উঠার আহ্বান জানানো হয়েছে। ইসলামের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে, ইসলামকে ভালোবেসে, আহলে বাইতকে সম্মান করে সেদিন যদি মক্কা, মদিনা ও কুফার মুসলমানেরা একসাথে খোদাবিমুখ ইয়াজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াত, তাহলে হয়ত এ ঘটনার দু’বছরের মধ্যে ৭০০ বিশিষ্ট সাহাবীসহ মদিনার ১০ হাজার মুসলমানকে এ পাষণ্ডের হাতে শহীদ হতে হতো না। পাষন্ড ইয়াজিদ সাহস পেত না পবিত্র মক্কা নগরীতে ধ্বংসলীলা চালানোর। 

সেদিন মক্কা, মদিনা ও কুফার মুসলমানেরা একযোগে ইমাম হুসাইন (আ.) এর সাথে থাকলে, মহানবীর আদর্শের পথে থাকলে ইসলামের গৌরব আরও বেড়ে যেত। তাই কারবালার ট্রাজেডি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কারবালার শিক্ষা আমাদের অনুধাবন করতে হবে। আজকের অনুষ্ঠানে তাই মুসলমানদের ঐক্যের ব্যাপার জোর দেয়া হয়েছে। ঈমানী শক্তিকে মজবুত করার উপর তাগিদ দেয়া হয়েছে।

দুঃখের বিষয়, কারবালার শিক্ষা আমরা এখনো বুঝতে পারিনি। তাই ভাইয়ে ভাইয়ে, মুসলমানে মুসলমানে বিভেদ চলে। এক মুসলিম দেশ অপর মুসলিম দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এখনো সময় আছে। কারবালার শিক্ষা গ্রহণ করে আমাদেরকে দ্রুতই ঐক্যবদ্ধ হতে হবে। সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসলামের সেবায়, ইসলামের উন্নয়নে কাজ করতে হবে। তবেই হৃত গৌরব ফিরে আসবে।

রেডিও তেহরান যে উদ্দেশ্যে ‘কারবালার শাশ্বত বিপ্লব’ অনুষ্ঠানটি প্রচার করছে, সে উদ্দেশ্য সফল হোক- সে প্রত্যাশাই করি।    

 

ধন্যবাদান্তে,

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।