জবিউল্লাহ মুজাহিদ জানালেন-
তালেবানের সুপ্রিম লিডার আফগানিস্তানের ভেতরেই আছেন
-
জবিউল্লাহ মুজাহিদ
আফগানিস্তানে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাদের সংগঠনের সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা আফগানিস্তানের ভেতরেই আছেন। গতকাল (রোববার) জবিউল্লাহ মুজাহিদ এ কথা জানান।
তালেবান মুখপাত্র বলেন, "তিনি কান্দাহারে অবস্থান করছেন। শুরু থেকেই তিনি সেখানে বসবাস করে আসছেন।" তালেবানের উপ-মুখপাত্র বিলাল কারিমি জানান, "তিনি শিগগিরই জনসমক্ষে আসবেন"।
ঈমানদারদের কথিত এই কমান্ডার কমান্ডার ২০১৬ সাল থেকে তালেবান পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু লোকসমক্ষে তাকে খুব একটা দেখাও যায় না। এ পর্যন্ত তালেবান তার একটি সিঙ্গেল ফটোগ্রাফ প্রকাশ করেছে, কখনো তাকে প্রকাশ্যে দেখা যায় নি এবং তিনি কোথায় থাকেন তাও জানা যায় না।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্যদিয়ে প্রায় পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ গ্রহণ করার পরও তালেবানের এই সুপ্রিম লিডারের দেখা পাওয়া যায় নি। এ নিয়ে তালেবান নেতারা একেবারেই মুখ বন্ধ রেখেছেন।#
পার্সটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।