নিহত মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করল ফেইসবুক
https://parstoday.ir/bn/news/world-i96806-নিহত_মার্কিন_সেনার_মাকে_নিষিদ্ধ_করল_ফেইসবুক
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করায় আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরের নিহত এক মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করেছে ফেইসবুক। তবে পরবর্তীতে তার ফেইসবুক একাউন্ট আবার ফিরিয়ে দেয়া হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৯:৫৪ Asia/Dhaka
  • মার্কিন সেনাদের লাশ
    মার্কিন সেনাদের লাশ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করায় আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরের নিহত এক মার্কিন সেনার মাকে নিষিদ্ধ করেছে ফেইসবুক। তবে পরবর্তীতে তার ফেইসবুক একাউন্ট আবার ফিরিয়ে দেয়া হয়।

কাবুল বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত সেনা ল্যান্স কর্পোরাল কারিম নিকোইয়ের মায়ের ফেইসবুক একাউন্ট বন্ধ করে দেয়ার পর মার্কিন রক্ষণশীল পন্ডিত এবং আইনপ্রণেতারা সমালোচনায় মুখর হয়ে ওঠেন। পরে ফেইসবুক কর্তৃপক্ষ দাবি করে- ভুলবশত কারিম নিকোইয়ের মা শানা চ্যাপেলের ফেইসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট ডিলিট করা হয়েছে।

শানা চ্যাপেল তার ফেইসবুকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে বলেছিলেন, “আমার সন্তানের রক্ত আপনার হাতে।”

গত ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণে সর্বশেষ ১৩ মার্কিন সেনা নিহত হয়। আফগান যুদ্ধে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা নিহত এবং ২০ হাজার আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২