আফগান সীমান্তে ৪ পাকিস্তানি সীমান্তরক্ষী নিহত; তেহরিকে তালেবানের দায় স্বীকার
-
ঘটনাস্থলে একটি মোটর সাইকেল আগুনে পুড়তে দেখা যাচ্ছে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের আফগান সীমান্তের কাছে আত্মঘাতী বোমা হামলায় চার সীমান্তরক্ষী নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আজ (রোববার) সকালে প্রদেশের কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সেখানকার একটি সবজির মার্কেটে এক হামলাকারী মোটরসাইকেলে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।
দুই সপ্তাহ আগেও প্রদেশটির জিয়ারাত জেলায় ল্যান্ড মাইন বিস্ফোরণে আধাসামরিক বাহিনীর তিন সদস্য নিহত হন।
নিষিদ্ধ ঘোষিত তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আজকের হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের রাজনৈতিক দলগুলো হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।
প্রধানমন্ত্রী ইমরান খান এক বার্তায় হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এ ধরণের সন্ত্রাসী তৎপরতার পেছনে বিদেশি মদদ রয়েছে বলে শোক বার্তায় মন্তব্য করেছেন।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।