কাবুল বিমানবন্দরে নারী কর্মীর সংখ্যা ক্রমেই বাড়ছে
(last modified Wed, 15 Sep 2021 13:32:09 GMT )
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৯:৩২ Asia/Dhaka
  • কাবুল বিমানবন্দরে নারী কর্মীর সংখ্যা ক্রমেই বাড়ছে

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে কাজে যোগ দেওয়া নারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এরিমধ্যে সেখানে ৩০ জন নারী কর্মী কাজে ফিরেছেন। খুব শিগগিরই এ সংখ্যা ৬০ জনে পৌঁছাবে।

এসব তথ্য জানিয়েছেন কাবুল বিমানবন্দরের প্রধান মৌলভী আব্দুল হাদি হামাদান। এসব নারী বিমানবন্দরের বিভিন্ন বিভাগে কাজ করছেন।

বিমানবন্দরের প্রধান আরও বলেন, তালেবান সরকার সব সরকারী কর্মচারী-কর্মকর্তাকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কাবুল বিমানবন্দরের কর্মচারী-কর্মকর্তাদের ক্ষেত্রেও এ আহ্বান প্রযোজ্য। তবে এরিমধ্যে বিমানবন্দরে সুশৃঙ্খলভাবে কর্মতৎপরতা শুরু হয়েছে জানান মৌলভী হামাদান।

তালেবান ক্ষমতা নেওয়ার পর থেকেই আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের আশঙ্কা করছে বিভিন্ন মহল। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের সরকারের অধীনে নারী অধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে এবার ক্ষমতায় এসে এ বিষয়ে অনেকটা সুর নরম করেছে তারা।

অবশ্য তালেবানের কাজের সঙ্গে আদতে কথার মিল নেই বলে অভিযোগ করেছেন আফগানিস্তানে জাতিসংঘের নারীবিষয়ক মুখপাত্র অ্যালিসন ডাভিডিয়ান। তিনি বলেন,তালেবান এর মধ্যেই নারী অধিকারের বিষয়ে তাদের প্রতিশ্রুতি ভাঙা শুরু করেছে।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ