অক্টোবর ০১, ২০২১ ০৯:১৭ Asia/Dhaka
  • এজে-২০ জঙ্গিবিমান
    এজে-২০ জঙ্গিবিমান

চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর উপপ্রধান ওয়াং ওয়েই আমেরিকাকে উদ্দেশ করে বলেছেন, তোমাদের সঙ্গে মোকাবেলা হবে আকাশে।

মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডাল গত আগস্ট মাসে বলেছিলেন, চীনের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার কর্মসূচি প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে আমেরিকা গিয়ে আরো উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকতে হবে যাতে চীন ভয় পায়।

ফ্রাঙ্ক ক্যান্ডালের এই বক্তব্যের জবাবে সেনা কমান্ডার ওয়াং ওয়েই বুধবার ওই বক্তব্য দিয়েছেন। এর মাঝ দিয়ে মূলত তিনি আমেরিকার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ঝুহাইয়ে অনুষ্ঠানরত এয়ারশোতে এই বক্তব্য দিয়েছেন ওয়াং ওয়েই।

এজে-২০ জঙ্গিবিমান

তিনি বলেন, "সম্প্রতি মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে, তারা চীনকে ভয় দেখাতে চান। জবাবে আমি বলব চীনের নৌবাহিনী জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম ও আস্থাশীল এবং বিশ্ব শান্তি রক্ষায় তারা অবদান রেখে চলেছে। আমি শুধু বলব যদি তারা চীনের সক্ষমতায় ভীত না হয় তাহলে আসুন আমরা আকাশ মোকাবেলা করি।"

এবারের এয়ারশোতে চীনের এজে-২০ জঙ্গিবিমান প্রদর্শন করা হয়েছে। এতে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন, কয়েক রকমের বিমান ও ক্ষেপণাস্ত্র উদ্বোধন করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ