রুশ প্রতিনিধির আশাবাদ
পরমাণু সমঝোতার আলোচনায় ফেরা সময়ের ব্যাপার মাত্র
-
মিখাইল উলিয়ানভ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপ নতুন করে শুরু করা এখন সময়ের ব্যাপার মাত্র এবং শিগগিরই তা শুরু হবে।
গতকাল (মঙ্গলবার) মিখাইল উলিয়ানভ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এসব কথা বলেছেন। তিনি বলেন, ইরানসহ স্বাক্ষরকারী সব দেশের স্বার্থেই পরমাণু সমঝোতায় ফিরতে হবে এবং তা হতে হবে স্বেচ্ছায়। সব পক্ষের আগ্রহের উপর এটি নির্ভর করছে।
উলিয়ানভ আরো বলেন, একথা বিশ্বাস করার কোনো কারণ নেই যে ইরান ভিয়েনা সংলাপে ফিরতে আগ্রহী নয়। রুশ প্রতিনিধি জোর দিয়ে বলেন, ভিয়েনা সংলাপ শুরু এখন সময়ের ব্যাপার মাত্র, নিকট ভবিষ্যতেই সে আলোচনা শুরু হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানকে এই সংলাপে রাশিয়া ফিরিয়ে আনতে পারে কিনা মূলত এমন এক প্রশ্নের জবাবে মিখাইল উলিয়ানভ এসব কথা বলেন।#
পার্সটুডে/এসআইবি/৬